সাংবাদিক সাগর বিশ্বাসের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে ডিআরইউ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) প্রয়াত সদস্য সাগর বিশ্বাসের পরিবারকে গ্রুপ বীমা থেকে পাওয়া ৩ লাখ টাকা দেওয়া হয়েছে।

ডিআরইউ’র কল্যাণমূলক কর্মকাণ্ডের আওতায় এই সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিআরইউ। 

রবিবার (২৮ আগস্ট) ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব ডিআরইউ কার্যালয়ে সাগর বিশ্বাসের স্ত্রী প্রতিভাময়ী বিশ্বাসের হাতে এই চেক তুলে দেন।

এসময় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান, কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু ও কার্যনির্বাহী সদস্য সুশান্ত কুমার সাহা উপস্থিত ছিলেন।

ডিআরইউ জানিয়েছে, চলতি বছর ডিআরইউ’র ৮ সদস্য মৃত্যুবরণ করেন। ইতোমধ্যে দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে ডিআরইউয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমানের পরিবারকে গত ২৮ মার্চ গ্রুপ বীমা থেকে পাওয়া ৪ লাখ টাকা তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

এছাড়াও গত ১৮ আগস্ট আরেক সাবেক সাংগঠনিক সম্পাদক পীর হাবিবুর রহমানের পরিবারকে গ্রুপ বিমা থেকে প্রাপ্ত ৩ লাখ টাকা দেওয়া হয়েছে।

একই দিন প্রয়াত সদস্য শামসুল আলম বেলাল, বদিউল আলম ও জিল্লুর রহিম আজাদের পরিবারের হাতে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা ডিআরইউ’র নিজস্ব তহবিল থেকে প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ষাটোর্ধ্ব ডিআরইউ সদস্যরা গ্রুপ বীমার আওতায় পড়েন না। এক্ষেত্রে গঠনতন্ত্র অনুযায়ী ডিআরইউ’র নিজস্ব তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়।

অপর দুই প্রয়াত সদস্য দৈনিক আমাদের সময়ের আবুল বাশার নুরু ও দৈনিক ইত্তেফাকের গিয়াস উদ্দিনের পরিবারকে গঠনতন্ত্র অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।