জামিন পেলেন এরতেজা হাসান

জালিয়াতি ও প্রতারণার মামলায় এফবিসিসিআইয়ের পরিচালক ড. কাজী এরতেজা হাসানের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জামিনের এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র আরও জানায়, এরতেজা হাসানকে পাঁচ হাজার টাকা মুচলেকায় আগামী ১ ডিসেম্বর পর্যন্ত জামিন মঞ্জুরের আদেশ দেন আদালত।

এর আগে মঙ্গলবার (১ নভেম্বর) রাজধানীর গুলশান-২ এলাকা থেকে কাজী এরতেজা হাসানকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ সুপার আবু ইউসুফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর খিলক্ষেতে গত ১০ জানুয়ারি করা একটি জালিয়াতি ও প্রতারণার মামলার তদন্তে এরতেজার নাম উঠে আসে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারনামীয় আরও তিন আসামির মধ্যে একজন নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ আব্দুল্লাহ। অন্য দুই জন হলেন রিয়াজুল আলম ও সেলিম মুন্সী। এই মামলায় এর আগে গ্রেফতার হয়েছিলেন আবু ইউসুফ আব্দুল্লাহ।

তদন্ত কর্মকর্তার আবেদনের পর গত ২ নভেম্বর এরতেজা হাসানের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৪ নভেম্বর তাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

গ্রেফতার কাজী এরতেজা হাসান আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং দৈনিক ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস্ টাইম-এর সম্পাদক ও প্রকাশক।

আরও পড়ুন- 

জালিয়াতি মামলায় কাজী এরতেজা গ্রেফতার

আদালতে এরতেজা, ২ দিনের রিমান্ড চায় পুলিশ

কী অভিযোগ এরতেজা হাসানের বিরুদ্ধে?