এখন আর কাউকে বোঝাতে হয় না লিট ফেস্ট কী: আহসান আকবার

ঢাকা লিট ফেস্টের পরিচালক আহসান আকবার বলেছেন, ‘এবারের আয়োজন অনেক জাঁকজমকপূর্ণ। আমরা প্রথম থেকেই ঠিক করেছিলাম এবার অন্তত একজন নোবেল বিজয়ী সাহিত্যিক থাকবেন। আবদুলরাজাক গুরনাহ নোবেল বিজয়ের পর প্রথম কোনও আন্তর্জাতিক আয়োজনে আসছেন। এটা আমাদের জন্য অনেক বড় বিষয়।’

মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ঢাকা লিট ফেস্ট কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত বৈঠকিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘অমিতাভ ঘোষ বাংলাদেশের সঙ্গে খুবই সম্পৃক্ত, উনি অনুষ্ঠানে আসছেন। উনার বইয়ে বাংলাদেশের কথা, বঙ্গবন্ধুর কথা থাকে। নুরুদ্দিন ফারাহ আসবেন, তাকে অনেকেই চেনেন। তিনিও একজন নোবেল বিজয়ী লেখকের সমতুল্য। তারা একদম প্রথম সারির লেখক বলা যায়। এ ছাড়া অনেক ভালো ভালো লেখক আসছেন, তৃতীয়বারের মতো অনেকেই লিট ফেস্টে আসছেন। আমাদের বন্ধু টিল্ডা সুইন্টন আসছেন। তার স্ক্রিনিং হবে।’

আহসান আকবার বলেন, ‘আমার যে পরিচালক আরও দুজন, তাদের কোনও পরিবর্তন হয়নি। ১০ বছর আগে যেমন ছিলেন, তেমনই আছেন। কিন্তু সবচেয়ে ভালো লাগে যে মানুষকে বোঝাতে হতো লিট ফেস্ট জিনিসটা কী। মানুষ বুঝতে পারতো না। এখন আর কাউকে বোঝাতে হয় না। এটি সবচেয়ে আনন্দের বিষয়। সবাই উৎসাহের সঙ্গে জিজ্ঞেস করেন, এবার কে আসছেন? কী হচ্ছে? কবে হবে? সেই অনুভূতি আমার ভীষণ ভালো লাগে।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নেন ঢাকা লিট ফেস্টের আরও দুই পরিচালক সাদাফ সায্ ও ড. কাজী আনিস আহমেদ।

এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এই আয়োজন।

আরও পড়ুন:
চ্যালেঞ্জ থাকলেও আয়োজন করে তৃপ্তি পাই: কাজী আনিস আহমেদ

‘ঢাকা লিট ফেস্ট ২০২৩’ শীর্ষক বৈঠকি শুরু