X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২
ঢাকা লিট ফেস্ট ২০২৩

চ্যালেঞ্জ থাকলেও আয়োজন করে তৃপ্তি পাই: কাজী আনিস আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২৩, ১৮:০৯আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১৮:৫২

ঢাকা লিট ফেস্টের পরিচালক এবং বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের প্রকাশক ড. কাজী আনিস আহমেদ বলেছেন, ‘ঢাকা লিট ফেস্টের মতো একটা মহাযজ্ঞ আয়োজন করা পাগলামি বটে। শুরু করাটা আমার কাছে পাগলামি মনে হয় না, পাগলামি হচ্ছে চালিয়ে যাওয়াটা। আসলে অনেক আনন্দের সঙ্গে করে যাচ্ছি এবং অনেক চ্যালেঞ্জও থাকে। তা সত্ত্বেও এর মধ্য দিয়ে আমরা যে তৃপ্তি পাই, তা অতুলনীয়।’

মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ঢাকা লিট ফেস্ট কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত বৈঠকিতে তিনি এসব কথা বলেন।

কাজী আনিস আহমেদ বলেন, ‘বিশ্বের বড় বড় দেশের লেখকদের আমরা বাংলাদেশে আনতে পারছি। আমাদের লেখক-পাঠকরা তাদের সাক্ষাৎ পাচ্ছেন, কথা শুনছেন। সেই পাঠকদের সংস্পর্শে আমরাও থাকছি। আমরা যারা সাহিত্য-গল্প ভালোবাসি, চিন্তার জগৎকে ভালোবাসি, তাদের কাছে এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না।’

ঢাকা লিট ফেস্টের পরিচালক এবং বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের প্রকাশক ড. কাজী আনিস আহমেদ

তিনি আরও বলেন, ‘আমাদের তিন জনের (ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক) অনেক জায়গায় চিন্তার মিল আছে, আবার অনেক জায়গায় মতান্তর আছে। এটা নিয়ে আমরা যেভাবে আলাপ করতে পারি, শেষ পর্যন্ত একটি গঠনমূলক আলাপের মধ্য দিয়ে একটি ভালো সিদ্ধান্তে আসতে পারি। আবার আমাদের তিন জনের ভিন্ন ধরনের ইন্টারেস্ট আছে, স্ট্রেন্থ আছে, যার জন্য আমরা তিন জন বেশ বড় পরিধিতে কাজ করতে পারি।’

কাজী আনিস আহমেদ বলেন, ‘২০১১ সাল থেকে আমাদের একসঙ্গে পথচলা এবং ২০১৫ সাল থেকে ‘ঢাকা লিট ফেস্ট’ নামে সম্পূর্ণ দেশীয় প্রযোজনায় পথচলা। এই বছরের যে আয়োজন, তা নিয়ে আমরা সবসময় বলাবলি করি যে আমরা একা কেউ পারতাম না, আবার তিন জনের মধ্যে একজন যদি ছুটে যায়, তাহলে বিশাল একটি অঙ্গহানি হবে। আমরা তখন পুষিয়ে নিতে পারবো কিনা জানি না।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন ঢাকা লিট ফেস্টের আরও দুই পরিচালক সাদাফ সায্ ও আহসান আকবার।

এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এই আয়োজন।

আরও পড়ুন: ‘ঢাকা লিট ফেস্ট ২০২৩’ শীর্ষক বৈঠকি শুরু

/এসও/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
‘প্রকৃতি নারীকে দুর্বলভাবে তৈরি করেনি’
সবার যত্ন নিতে গিয়ে নারী নিজের যত্নই নিতে পারে না: ডা. হাসনা হোসেন আখী
‘নারী অল্পতে তুষ্ট’ এই দৃষ্টিভঙ্গি না বদলালে অধিকার প্রতিষ্ঠা হবে না
সর্বশেষ খবর
সাতক্ষীরা সদর হাসপাতালে হামলা-ভাঙচুর-মারপিটের ঘটনায় মামলা
সাতক্ষীরা সদর হাসপাতালে হামলা-ভাঙচুর-মারপিটের ঘটনায় মামলা
নিম্নমানের সামগ্রী দিয়ে সরকারি ভবন নির্মাণ, ঢাকায় বসে তদারকি, ব্যয় নিয়ে লুকোচুরি
নিম্নমানের সামগ্রী দিয়ে সরকারি ভবন নির্মাণ, ঢাকায় বসে তদারকি, ব্যয় নিয়ে লুকোচুরি
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
হারের শঙ্কা উড়িয়ে রিয়ালকে সাত পয়েন্ট পেছনে ফেললো বার্সা
হারের শঙ্কা উড়িয়ে রিয়ালকে সাত পয়েন্ট পেছনে ফেললো বার্সা
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!