রাজধানীর গুলশানে দুই জন গুলিবিদ্ধ

রাজধানীর গুলশান-১ নম্বরে গ্লোরিয়া জিন্স কফি শপের সামনে গুলির ঘটনা ঘটেছে। আর্থিক লেনদেনকে কেন্দ্র করে মারামারির এক পর্যায়ে এই গুলির ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। এসময় এক রিকশাচালক ও এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। দুই জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৫ জানুয়ারি) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এস এম জাহাঙ্গীর হাসান। তিনি জানান, গ্লোরিয়া জিন্স কফি শপের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত দুই জনকে হেফাজতে নেওয়া হয়েছে।

যাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে তার নাম আমিনুল। আর যিনি গুলি করেছেন তার নাম অহিদুল। পুলিশ দুই জনকেই হেফাজতে নিয়েছে। আর আহত দুই জনের নাম পরিচয় জানা যায়নি।

গুলির ঘটনায় গ্লোরিয়া জিন্স কফিস গুলশান-১ শাখার আউটলেটটি বন্ধ ঘোষণা করা হয়। বিকাল সাড়ে ৫টার দিকে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়, ‘সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। অনিবার্য কারণবশত গুলশান-১ স্টোর আজ (রবিবার) বন্ধ থাকবে।’