মাছরাঙা টিভির সংবাদ উপস্থাপিকা নাতাশা মারা গেছেন

মাছরাঙা টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা ডা. এন কে নাতাশা মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। ডা. এন কে নাতাশা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে মাছরাঙা পরিবারসহ অসংখ্য ভক্ত অনুরাগীদের মধ্যে শোকে ছায়া নেমে আসে।

মাছরাঙার কর্মীদের সূত্রে জানা গেছে, এন কে নাতাশা স্তন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ক্যান্সার শনাক্ত হয় ২০১৯ সালের মাঝামাঝি সময়ে। এরপর দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন দেশে এবং দেশের বাইরে। তার স্তন ক্যান্সারের সার্জারি হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর গত বছর সেপ্টেম্বরে আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়ে ওঠেন তিনি৷ কর্মস্থলে নিউজও পড়া শুরু করেন।

গত বছরের ডিসেম্বরে আবারও নাতাশার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। এরমধ্যেই বৃহস্পতিবার রাতে তার হার্ট অ্যাটাক হয়। রাত সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান।