জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি চার দিনব্যাপী জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে 'খেলাঘর জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প ২০২৩' উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব জানানো হয়।
ক্যাম্পটি খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির ব্যবস্থাপনায় ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
খেলাঘর প্রতি বছরই এ ক্যাম্পের আয়োজন করে। সারাদেশের বিভিন্ন মহানগর জেলা ও উপজেলার শাখা আসরগুলোর প্রায় এক হাজার শিশু-কিশোর ও সংগঠক এই ক্যাম্পে অংশ নেবেন। পাশাপাশি ভারতের সর্বভারতীয় শিশু-কিশোর সংগঠন সব পেয়েছির আসর, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য গঠিত কিশোরবাহিনী এবং আগরতলা ও নেপালের আরও দুটি শিশু সংগঠনও ক্যাম্পে আসবে।
জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প সফলে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পদ্মা কায়সারকে চেয়ারম্যান, সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী, শ্যামল দত্ত ও ড. আবু সাঈদকে কো-চেয়ারম্যানকরে গঠিত ১০১ সদস্যের প্রস্ততি পরিষদ সম্পন্ন হয়েছে।
খেলাঘর ঢাকা মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য শ্যামল দত্ত বলেন, ‘বাংলাদেশের বয়স হয়েছে ৫০ বছরেরও বেশি। যদি মুক্তিযুদ্ধের চেতনা ধারণা করতে না পারি তাহলে সুষ্ঠ সাংস্কৃতিকবান প্রজন্ম গড়ে উঠবে না। খেলাঘরের শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্পের মতো এ ধরনের আয়োজন শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে ভূমিকা রাখবে।’
কেন্দ্রীয় খেলাঘরের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, কেন্দ্রীয় খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য হান্নান চৌধুরী, সম্পাদক রাজেন্দ্রদেব মন্টু, সম্পাদক সুজন মজুমদার, সম্পাদক নাদিয়া রহমান মেঘলা, সম্পাদক রাজন ভট্টাচার্য প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিশু বক্তা সোহানী আকতার।