ফিরে এসেছেন মেট্রোরেলের প্রকৌশলী শাহরিয়ার কবির

পারিবারিক কারণ ও ডিপ্রেশনে থাকায় বাসা থেকে বেরিয়ে যান মেট্রোরেলের (এমআরটি লাইন ৬ প্রকল্প) প্রকৌশলী (তড়িৎ) শাহরিয়ার কবির। চার দিন পর বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) তার সন্ধান পেয়েছে পুলিশ।

এ বিষয়ে তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, রাজধানীর মোহাম্মদপুরে তার (শাহরিয়ার কবির) এক বন্ধুর বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পরে বিস্তারিত জানানো হবে।

পরিদর্শক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি বিকেলে মেট্রোরেলের উত্তরা ডিপো অফিস থেকে কাজ শেষে বের হন প্রকৌশলী শাহরিয়ার। তারপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি। সন্তানকে না পেয়ে শাহরিয়ারের মা রাশিদা আক্তার তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ছাড়া মেট্রোরেলের পক্ষ থেকেও একটি জিডি করা হয়।’

পরিদর্শক আরও বলেন, ‘এরপর আমরা তাকে খুঁজতে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করি। পরে আমরা সংবাদ পাই মোহাম্মদপুরে এক বন্ধুর বাসায় রয়েছেন তিনি। সেখান থেকে তাকে আনা হয়েছে।

শাহরিয়ার পারিবারিক সমস্যা ও ডিপ্রেশনে ছিলেন। তিনি অবিবাহিত। তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করার পর জানা যাবে বলে জানান এই কর্মকর্তা।