মালিবাগে ট্রেনে কাটা পড়ে সৌদিপ্রবাসীর মৃত্যু

রাজধানীর মালিবাগের গুলবাগে ট্রেনের ধাক্কায় মো. সাহাবউদ্দিন (৬৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে শনিবার (৪ মার্চ)  রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

মৃতের ভাগ্নে নাফিজ পুলিশকে জানিয়েছেন, সাহাবউদ্দিন সৌদি প্রবাসী। সেখানে তিনি খেজুরের ব্যবসা করেন। ব্যবসায়িক কাজে আজকে পুরান ঢাকার বাদামতলীসহ কয়েক জায়গায় যান। তারপর বাসাবোতে এসে দাঁতের  ডাক্তার দেখান। পরে ব্যবসার কাজে গুলবাগ নেমে মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় টঙ্গীগামী ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তারা।

তিনি আরও বলেন, গত ২০ ফেব্রুয়ারি তিনি দেশে এসেছেন।

সাহাবউদ্দিনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। বর্তমানে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডে নিজের বাসায় বসবাস করতেন।