দেশে সড়ক অবকাঠামো বিস্তৃত হচ্ছে। মানুষের যাতায়াত বাড়ছে। বাড়ছে বিভিন্ন ধরনের অনিরাপদ যানবাহন। একইসঙ্গে বাড়ছে নানামাত্রায় সড়ক দুর্ঘটনা। এমন প্রেক্ষাপটে শিক্ষার্থীদের জন্য জীবনমুখী সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে রচনা প্রতিযোগিতার আয়োজন করছে রোড সেফটি ফাউন্ডেশন।
মঙ্গলবার (৯ মে) সংগঠনটির নির্বাহী পরিচালক সাইদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রচনা প্রতিযোগিতাটি স্কুল পর্যায় এবং বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত পর্যায়— দুই ক্যাটাগরিতে বিভক্ত। স্কুল পর্যায়ের বিষয় ‘নিরাপদ সড়ক: আমার অধিকার ও কর্তব্য’। স্কুল পর্যায়ে ক, খ ও গ তিনটি গ্রুপ থাকছে। ‘ক’ গ্রুপে পঞ্চম হতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অনুর্ধ্ব ৭০০ শব্দের মধ্যে লিখবে।‘খ’ গ্রুপে অষ্টম হতে দশম শ্রেণির শিক্ষার্থীরা অনুর্ধ্ব এক হাজার ৫০০ শব্দের মধ্যে লিখবে এবং ‘গ’ গ্রুপে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অনুর্ধ্ব দুই হাজার ৫০০ শব্দের মধ্যে লিখবেন। বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত পর্যায়ে রচনার বিষয় ‘সড়ক দুর্ঘটনা: একটি স্বপ্নের মৃত্যু’। এ পর্যায়ে অংশগ্রহণকারীরা অনুর্ধ্ব ৫ হাজার শব্দের মধ্যে লিখবেন।
আগামী ১৫ জুনের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ছবিসহ রচনা ই-মেইল অথবা অফিসিয়াল ফেসবুক পেজে ইনবক্স করতে হবে।
ই-মেইল: essaycomp.roadsafety@gmail.com
ফেসবুক পেজ: Facebook/RoadSafetyFndbd