হাজারীবাগ থেকে বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগ থেকে রাকিবুল হোসেন রাফি (২১) নামের বুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মে) সকালে ছোট ভাইয়ের মরদেহ দেখে বড় ভাই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ওই বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। রাফি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ আজ সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ৯৯৯-এ পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে বেলা ১১টার দিকে হাজারীবাগের বাড্ডানগর লেন পানির ট্যাংকির পাশে একটি বাড়ির পাঁচতলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থঅকতে পারে। তবে সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের বরাতে ওসি জানান, মৃত রাফি পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম মো. ইসহাক। দুই ভাই এক বোনের সবার ছোট ছিল।