‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অফিসার্স ডে’ উদযাপন

সিকিউরিটি গার্ডদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের অবদানের কথা স্মরণ করিয়ে দিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে ইন্টারন্যাশনাল সিকিউরিটি অফিসার্স ডে।

সোমবার (২৪ জুলাই) বাংলাদেশে এ দিবসটি উদযাপন করে সিকিউরিটি ৩৬০ লিমিটেড। দিবসটি উপলক্ষে অফিসে কেক কাটা, র‍্যালি, সিকিউরিটি গার্ডদের সম্মাননা প্রদর্শন অনুষ্ঠানেরও আয়োজন করে তারা। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিকিউরিটি ৩৬০ লিমিটেড সম্মাননা অনুষ্ঠানে বক্তারা বলেন, সিকিউরিটি গার্ডরাও আমাদের মতোই রক্তমাংসে গড়া মানুষ। তাদেরও উপযুক্ত সম্মান প্রাপ্য। আসুন, আমরা সবাই এই সমাজসেবকদের যথোপযুক্ত সম্মান দেই। তাদের প্রতি মানবিক ও সদয় আচরণ করি।