ছাত্রীকে বিয়ে: মুশতাকের জামিন আবেদন ফেরত দিলেন হাইকোর্ট

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায়  জামিন না দিয়ে আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৬ আগস্ট) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি খন্দকার দীলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সোহরাব হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।

এর আগে গত ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে কলেজছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলায় মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদকে প্রধান আসামি করা হয়। যিনি ওই ছাত্রীকে বিয়ে করেছেন।

আরও পড়ুন- 

আইডিয়ালের ছাত্রীকে ‘যৌন নির্যাতনকারী’ অধ্যক্ষের ‘বন্ধু’

‘যৌন নির্যাতন নয়, আমরা বিয়ে করেছি’

২ দিনের মাথায় আইডিয়ালের ছাত্রীর তালাক প্রত্যাহার

আইডিয়ালের ছাত্রীকে বিয়ে: মুশতাকের বিরুদ্ধে ধর্ষণ মামলা