X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

২ দিনের মাথায় আইডিয়ালের ছাত্রীর তালাক প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৩, ০১:৫৫আপডেট : ১৫ জুন ২০২৩, ২০:৩৬

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্যকে বিয়ে করার ৭৯ দিনের মাথায় তালাক (ডিভোর্স) দিয়েছেন একই প্রতিষ্ঠানের ছাত্রী সিনথিয়া ইসলাম। তবে দুই দিন পর সেটিও প্রত্যাহার করে নিয়েছেন তিনি। 

জানতে চাইলে সিনথিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পারিবারিক চাপে ডিভোর্স দিয়েছিলাম। তবে এখন প্রত্যাহার করে নিয়েছি।’

তার স্বামী ওই স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীকে গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মোশতাক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পারিবারিক চাপে ডিভোর্সে করেছিল। এখন সেটা প্রত্যাহার করেছে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৫ মার্চ তারা বিয়ে করেন। তবে এই ঘটনা জানাজানি হয় জুনের শুরুতে। এর আগে ওই সদস্যের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ ওঠে। বিষয়টি তদন্তের জন্য ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তবে তদন্তের আগেই বিয়ের ঘোষণা দেন দুজন।

গত ৩ জুন বাংলা ট্রিবিউনকে তারা বলেন, ‘নির্যাতনের কোনও ঘটনা ঘটেনি, তারা নিজেরা আইন মেনে বিয়ে করেছেন।’

এদিকে সোমবার ডিভোর্স সংক্রান্ত কাগজপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার এসব কাগজপত্র বাংলা ট্রিবিউনের কাছে আসে।

ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া গত ১১ জুনের তালাক প্রত্যাহারের আবেদনে সিনথিয়া ইসলাম তিশা উল্লেখ করেন, গত ২৫ মার্চ ইসলামি শরিয়ত মোতাবেক রেজিস্ট্রি কাবিনে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর আমাকে জোর ও ভয়ভীতি দেখিয়ে ঠাকুরগাঁও নিয়ে তালাকের নোটিশের ফরমে ও হলফনামায় স্বাক্ষর নিয়েছে। তা আমি স্বেচ্ছায়, সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে প্রত্যাহার করলাম।

/এসএমএ/এফআর/
সম্পর্কিত
টিকটকে পরিচয় তারপর বিয়ে: স্বামীর খোঁজে চেয়ারম্যানের বাড়িতে নববধূ
নারীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় যুবলীগ নেতা, কাজি ডেকে পড়ানো হলো বিয়ে
বিয়ের কথা বলে ফেনীতে এনে বিদেশি নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
সর্বশেষ খবর
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন