নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ২

নারায়নগঞ্জের আড়াইহাজারে একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনায় গদ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম সায়েমা (৪০)। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় দুই জনের মৃত্যু হলো। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সায়েমার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। একই ঘটনায় সকালে কানিজ খাদিজা নামে একজন মারা যান। বর্তমানে আরও দুজন চিকিৎসাধীন। তাদের মধ্যে হাসিনার শরীরের ৫৫ শতাংশ, সোহানের ৯৯ শতাংশ দগ্ধ হয়েছে।’

এর আগে, শুক্রবার দিবাগত রাতে আড়াইহাজারের দীঘিরপাড়ের ওই ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হাসিনা মমতাজ (৬০), তার মেয়ে কানিজ খাদিজা নিপা (২৮), সোহান (৪৫) ও তার স্ত্রী সায়েমা (৪০) দগ্ধ হন। তাদের মধ্যে নিপা ও সায়েমার মৃত্যু হলো।

আরও পড়ুন...

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু