জাতীয় হকার্স নীতিমালা প্রণয়নসহ ৬ দফা দাবি

জাতীয় হকার্স নীতিমালা প্রণয়নসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ভ্রাম্যমাণ হকার্স শ্রমিক ঐক্য ফোরাম।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জাতীয় পরিবহন হকার্স নীতিমালা প্রণয়নের দাবিতে’ আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, হকাররা বাংলাদেশের অর্থনীতিতে সামান্য হলেও ভূমিকা পালন করে। তবে আমাদের এই পেশায় কোনও ভবিষ্যৎ বা নিশ্চয়তা নেই। এ জন্য পরিবহন হকার্সদের স্থায়ীভাবে ব্যবসা করার জন্য হকার্স মার্কেট নির্মাণের মাধ্যমে তাদের মাঝে দোকান বরাদ্দ করতে হবে। তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য প্রতিটি হাতপাতালে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

এ সময় তারা ৬ দফা দাবি তুলে ধরেন। হকার্স শ্রমিকদের দাবিগুলো হচ্ছে:

জাতীয় হকার্স নীতিমালা প্রণয়ন, হকার্সদের পুনর্বাসনের জন্য ঢাকার আশেপাশে সরকারি খাস জমিতে হকার্স পল্লী নির্মাণ, হকার্সদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কাগজপত্র জমা রেখে সহজ শর্তে সুদমুক্ত ঋণ প্রদান, হকার্সদের পুনর্বাসনের লক্ষ্যে ১০০ কোটি টাকার হকার্স তহবিল গঠন, নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য রেশনিং প্রথা চালু এবং নিত্য প্রয়োজনীয়পণ্য মাছ ও মাংসসহ সর্বনিম্ন ১০০ গ্রাম বিক্রি বাধ্যতামূলক করতে হবে।

বাংলাদেশ ভ্রাম্যমাণ হকার্স শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি ইউসুফ আলী সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন— ঐক্য ফোরামের সিনিয়র সভাপতি ফারুক আহমেদ জামালপুরী, সহ-সভাপতি শেখ হোসাইন আহমেদ সোহেল, সহ-সভাপতি আলমগীর হোসেন মণ্ডল, সহ-সভাপতি আইয়ুব আলী খান, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম আকন  প্রমুখ।