আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর শনিবার (১০ মে) রাতে আন্দোলনকারীরা শাহবাগ ছাড়েন। তবে এখনও শাহবাগ অবরোধ করে রেখেছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
রবিবার (১১ মে) বেলা ১১টায় সরেজমিন দেখা যায়, রাজধানীর শাহবাগ মোড়ের মধ্যবর্তী স্থানে একটি মঞ্চ বানিয়ে চারপাশের রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা। এ সময় তারা তাদের তিনটি দাবি না মানা পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা দেন।
তাদের দাবিগুলো হলো– আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা, আহতদের সুচিকিৎসা দেওয়া এবং জুলাই ঘোষণাপত্র দেওয়া।
জুলাই আন্দোলনে আহত আপন বলেন, ‘সবাই চলে গেলেও আমরা থাকবো। আমাদের মাত্র তিনটা দাবি, সেটা দেশ ও জাতির স্বার্থেই। আমাদের আর হারানোর কিছু নাই। আমাদের দাবি না মানা পর্যন্ত এখানেই থাকবো।’
আহত সাকিল বলেন, ‘আমরা রক্ত দিতে জানি। এখন আমাদের কোনও ভয় নাই। জীবন বাজি রেখে রাজপথে থেকেছি। প্রয়োজনে দাবি আদায়ের জন্য আরও রাজপথে থাকবো। তবুও আমাদের দাবি না পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।’
এর আগে শনিবার রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। ফলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরতরা রাতেই শাহবাগ ছাড়েন।