রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে সুমাইয়া তাসনিন সুরমা (২৪) নামের এক নারীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ অক্টোবর) বেলা দেড়টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহাগ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, খবর পেয়ে রবিবার বেলা দেড়টার দিকে খিলগাঁও নাসিরাবাদ টেক পাড়া এলাকায় গিয়ে মৃত ব্যক্তির নিজ বাড়িতে টিনশেড রুমে কাঠের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাই সুমাইয়াকে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বিকাল পৌনে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই বলেন, মৃত সুমাইয়ার ছয় বছর আগে বিয়ে করেছিল। কিছুদিন পর স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। তিনি তিতুমীর কলেজ থেকে মাস্টার্স পাস করেছেন। পারিবার থেকে তাকে লন্ডনে পাঠানোর জন্য চেষ্টা করা হচ্ছিল।
তার বাবা মোহাম্মদ আলী আজ সকালে মেয়ের সঙ্গে নাশতা করে বাইরে যান। অন্যরও বাসায় ছিলেন না। তার মা অনেক আগেই মারা গেছেন। তার বাবা বাসায় ফিরে এসে মেয়েকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আত্মহত্যা করেছেন, নাকি অন্য কোনও কারণ আছে, পরিবার থেকে সুনির্দিষ্টভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা যায় তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলে জানান এসআই।