রূপগাঁওয়ে হেরিটেজ ভলান্টিয়ার দল

ইউনেস্কো ‘ওয়ার্ল্ড হেরিটেজ ভলান্টিয়ার্স প্রোগ্রাম ২০২৩’ শীর্ষক ১০ দিনব্যাপী এক কর্মশালার দ্বিতীয় দিনে সোমবার (২ অক্টোবর) ‘রূপগাঁও’ লার্নিং সেন্টার ও আগা খান অ্যাকাডেমির স্থাপত্য নকশার বিশেষত্ব পরিদর্শন করেছে হেরিটেজ ভলান্টিয়ার দল।

সোমবার আয়োজকদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হেরিটেজ ভলান্টিয়ার দল পার্সিভের স্থপতি ফাতিহা পলিন, ফেরদৌস খান ও ফজলে রাব্বির করা নকশায় রূপগাঁও লার্নিং সেন্টার ও আগা খান অ্যাকাডেমির স্থাপত্য এলাকায় যায়।

দলটির রূপগাঁও পরিদর্শনের মূল লক্ষ্য ছিল— প্রাকৃতিক বিষয়বস্তু কীভাবে স্থাপত্য নকশায় পরিবেশবান্ধব করে সন্নিবেশিত করা যায়। রূপগঞ্জের জাঙ্গীর এলাকায় ১৭০ ফুট দীর্ঘ রূপগাঁও নামের দোতলা ঘরটি নির্মাণ করা হয়েছে। এই ঘর তৈরিতে ব্যবহার করা হয়েছে বাঁশ, কাঠ ও মাটি। ঘরটির নাম দেওয়া হয়েছে রূপগাঁও। পরিবেশকর্মী ব্রাত্য আমিন এ প্রতিষ্ঠানটির উদ্যোক্তা।

এর আগে আগা খান অ্যাকাডেমিতে প্রতিষ্ঠানের প্রধান সুভিনা সাংলু ও আগা খান ফাউন্ডেশনের প্রতিনিধি আজমিনা জেবা হেরিটেজ দলকে অ্যাকাডেমি পরিদর্শন করান। স্থপতি রফিকুল আনম আগা খানের পক্ষে এর স্থাপত্য বৈশিষ্ট্য ও বিশেষত্ব ব্যাখ্যা করেন। এরপর অ্যাকাডেমির সভা কক্ষে ইকমস বাংলদেশ প্রতিনিধি ফাহমিদা নুসরাত ‘ইন্ট্রোডাকশন টু হেরিটেজ ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট’ বিষয়ে একটি পাঠপর্ব পরিচালনা করেন।

‘ওয়ার্ল্ড হেরিটেজ ভলান্টিয়ার্স প্রোগ্রাম ২০২৩’ কর্মশালাটি আগামী ১০ অক্টোবর পর্যন্ত কুমিল্লা ও নওগাঁর পাহাড়পুর ঘুরে ঢাকার চারুকলায় টেরাকোটা কর্মশালা ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের ল্যাবরেটরি ব্যবস্থাপনা পরিদর্শনের মাধ্যমে পরিচালিত হবে। এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে আছে অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউন।