সমাবেশকে কেন্দ্র করে ‘স্ট্যান্ডবাই’ ২ হাজার আনসার সদস্য

রাজধানীতে শনিবার (২৮ অক্টোবর) বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২ হাজার আনসার সদস্য স্ট্যান্ডবাই (প্রস্তুত) থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে ডিএমপিকে সহায়তা প্রদানের লক্ষ্যে আগামী ২৮ অক্টোবর এক দিনের জন্য মোট ২ হাজার ব্যাটালিয়ন আনসার সদস্যকে সকাল ৮টায় খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দফতরে স্ট্যান্ডবাই রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।