শিডিউল মেনেই ঢাকা ছেড়েছে সব ট্রেন

বিএনপির ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনে শিডিউল মেনেই কমলাপুর থেকে ঢাকা ছেড়েছে সব ট্রেন। এ ছাড়া দেশের বিভিন্ন স্টেশন থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেনগুলোও যথাসময়ে ঢাকায় এসে পৌঁছেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

কমলাপুর স্টেশনে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার উদ্দেশ্যে যাত্রীরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার ট্রেনগুলোতে উঠছেন। যথাসময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

কমলাপুর স্টেশন সূত্রে জানা গেছে, বিকাল তিনটা পর্যন্ত কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল ২৪ জোড়া ট্রেন। এর সবগুলোই যথাসময়ে ছেড়ে গেছে। এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আন্তঃনগর ট্রেনগুলোও যথাসময়ে এসে পৌঁছেছে কমলাপুরে।

যাত্রীরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার ট্রেনগুলোতে উঠছেন

কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, অবরোধ বা হরতাল যা-ই হোক না কেন, শিডিউল অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। অবরোধের জন্য ট্রেন বন্ধ থাকার কোনও সম্ভাবনা নেই। নির্দিষ্ট দিনে সাপ্তাহিক বন্ধ থাকা ট্রেনগুলো শুধু বন্ধ থাকবে।

কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বাংলা ট্রিবিউনকে জানান, অবরোধের কারণে যাত্রীদের চাপ একটু কম থাকলেও ট্রেনগুলো যথাসময়ে স্টেশন ছেড়ে গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেন চলাচল স্বাভাবিক রাখার জন্য বিশেষ নিরাপত্তা নিশ্চিত করায় কোনও বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কাও নেই বলে জানান তিনি।