নির্বাচন ভবনের সার্বিক নিরাপত্তা দেখতে এসেছি: ডিএমপি কমিশনার

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে খোঁজ নিতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে আগারগাঁওরে নির্বাচন ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় ডিএমপি কমিশনার বলেন, সার্বিক নিরাপত্তা দেখার জন্য এখানে এসেছিলাম। নিরাপত্তা নিশ্চিতে যা যা করা দরকার, সব করবে পুলিশ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তফসিলকে ঘিরে নির্বাচন কমিশন ও অন্যান্য, নগরবাসীর নিরাপত্তা বিধানের জন্য যেসব কাজ পুলিশের করা দরকার, বিশেষ সিকিউরিটি চেকআপ, নিরাপত্তা তল্লাশি ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার বিষয়টি দেখার জন্য এসেছি।

আন্দোলনের নামে নৈরাজ্য করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে কমিশনার বলেন, আন্দোলন যদি নিয়মতান্ত্রিক হয়, তাহলে তাদের নিরাপত্তা দেওয়া হবে। নৈরাজ্য হলে বা শান্তিশৃঙ্খলা বিঘ্ন হলে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।

বুধবার সন্ধ্যা ৭টায় দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

এ জন্য আন্দোলন ও অবরোধ কর্মসূচির মধ্যে এদিন সকাল থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে নির্বাচন ভবনের আশপাশে।

এর আগে বুধবার সকালে চার নির্বাচন কমিশনার আসেন নির্বাচন ভবনে। দুপুরে আসেন সিইসি। এ সময় তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছিল।