১৫টি এয়ারবাস কিনছে এমিরেটস

১৫টি এয়ারবাস এ৩৫০-৯০০ কিনছে এমিরেটস এয়ারলাইন। দুবাইতে অনুষ্ঠিত এয়ার শোতে এমিরেটস এয়ারলাইন এই অর্ডার করেছে এয়ারবাসকে।

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে জাঁকজমকপূর্ণ ভাবে চলছে বিশ্বের অন্যতম পাঁচদিন ব্যাপী আন্তর্জাতিক দুবাই এয়ার শো। গত ১৩ নভেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী শুক্রবার শেষ হচ্ছে।

এমিরেটস এয়ারলাইনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুম বলেন, এয়ারবাস এ৩৫০-৯০০ আমাদের ফ্লিট মিক্সে যোগ হবে। দুবাই থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত ফ্লাইং টাইম দীর্ঘ দূরত্বের জন্য এই বিমান ব্যবহারের পরিকল্পনা করছি। আমরা এয়ারবাস এবং রোলস-রয়েসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবো যাতে আমাদের বিমান আমাদের গ্রাহকদের জন্য সম্ভাব্য সর্বোত্তম অপারেটিং দক্ষতা ও উড়ন্ত অভিজ্ঞতা দিতে পারে।

এয়ারবাসের চিফ কমার্শিয়াল অফিসার এবং হেড অফ ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান শেরার জানান, এ৩৫০-৯০০ ওয়াইডবডি বিমান এবং যেকোনও সেক্টরে স্বল্প দূরত্ব থেকে অতি-দীর্ঘ দূরত্বের রুটে ৯৭০০ নটিক্যাল মাইল পর্যন্ত দক্ষতার সঙ্গে ওড়ে।