X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বছরের প্রথমার্ধে রেকর্ড  মুনাফা এমিরেটসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৩, ১৬:৩৭আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৬:৩৭

৩০ সেপ্টেম্বর সমাপ্ত অর্ধবছরে এমিরেটস এয়ারলাইন রেকর্ড পরিমাণ মুনাফা করেছে। ২ দশমিক ৬০ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা অর্জন করেছে এয়ারলাইনটি— যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩৪ শতাংশ বেশি।  উল্লিখিত সময়ে অন্যান্য অপারেটিং আয়সহ এমিরেটস ১৬ দশমিক ২০ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ বেশি।

৯ নভেম্বর প্রকাশিত এমিরেটস গ্রুপের অর্ধ-বার্ষিক প্রতিবেদনে এই রেকর্ড পারফরমেন্সের কারণ হিসেবে বিশ্ব বাজারে আন্তর্জাতিক ভ্রমণের চাহিদা বৃদ্ধি বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া, ক্যাপাসিটি বৃদ্ধির সক্ষমতা এবং যাত্রীদের জন্য উন্নত ও ভ্যালু অ্যাডেড সেবা এগিয়ে নিয়েছে এমিরেটসকে।

২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধে এমিরেটস এয়ারলাইন ২ কোটি ৬১ লাখ যাত্রী পরিবহন করেছে।  যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩১ শতাংশ বেশি। এয়ারলাইনটির কার্গো পরিবহন বৃদ্ধি পেয়েছে ১১ শতাংশ এবং এ সময় মোট ১০ লাখ ৩৫ হাজার টন কার্গো পরিবহন করেছে এয়ারলাইনটি। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এমিরেটস বিশ্বের ১৪৪টি বিমানবন্দরে যাত্রী ও কার্গো সেবা প্রদান করে আসছে।

এমিরেটস এয়ারলাইন, ডানাটাসহ বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত এমিরেটস গ্রুপও ২০২২-২৩ অর্থবছরের প্রথমার্ধে রেকর্ড ২ দশমিক ৭০ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা অর্জন করেছে।  যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩৮ শতাংশ বেশি। ৩০ সেপ্টেম্বর ২০২৩ সমাপ্ত প্রথম অর্ধবছরে গ্রুপের রাজস্ব আয় ছিল ১৮ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলার। এক্ষেত্রে প্রবৃদ্ধি ২০ শতাংশ।

অন্য অঙ্গ প্রতিষ্ঠান ডানাটার কার্গো, গ্রাউন্ড হ্যান্ডেলিং, ক্যাটারিং ও রিটেইল এবং ভ্রমণসেবা ব্যবসার পরিধি আরও  বিস্তৃত হয়েছে। অন্যান্য অপারেটিং আয়সহ ডানাটার রাজস্ব গত বছর একই সময়ের তুলনায় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এ সময় সংস্থাটি ১৯৩ মিলিয়ন মার্কিন ডলার মুনাফা করেছে।

৩১ মার্চের (২০২৩) তুলনায় এমিরেটস গ্রুপের এমপ্লয়ির সংখ্যা ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে গত ৩০ সেপ্টেম্বরে এক লাখ ৮ হাজার ৯৯৬ জনে দাঁড়িয়েছে। ভবিষ্যৎ চাহিদার কথা বিবেচনা করে এমিরেটস ও ডানাটা এমপ্লয়ি নিয়োগের কার্যক্রম অব্যাহত রেখেছে।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
১৫টি এয়ারবাস কিনছে এমিরেটস
এমিরেটস ফ্লাইটে মহাকাশে থাকা নভোচারীর সাক্ষাৎকার
বাংলাদেশে অনলাইন পেমেন্ট চালু করলো এমিরেটস
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা