গুলিস্তানে ককটেল বিস্ফোরণে যুবলীগের সদস্য আহত

গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের পার্টি অফিসের সামনের রাস্তায় দুষ্কৃতকারীদের নিক্ষিপ্ত বোমায় মো. রিয়াদুর রশিদ রিয়াদ (৪০) নামে একজন আহত হয়েছেন।

রবিবার (১৯ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় পার্টি অফিসের স্টাফ ফুহাদ আহামেদ তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।

আহত রিয়াদুরের বাসা যাত্রাবাড়ীর কাজলা বউবাজার এলাকায়। তিনি পল্টন থানার ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগের সদস্য।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া নিশ্চিত করে জানান, রিয়াদুর নামে একজন হাতে জখমপ্রাপ্ত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

আহতের বরাদ দিয়ে ফুহাদ জানান, পার্টি অফিসের অদূরে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন তিনি। পাশের রাস্তা দিয়ে যাওয়া একটি মোটরসাইকেল থেকে অজ্ঞাত দুষ্কৃতকারীরা বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া বলেন, একটি ককটেল বিস্ফোরণ ঘটনা শুনেছি। আহত হওয়ার বিষয়টি শুনেছি। আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন। সেখানে আমাদের টিম পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তের পর বলা যাবে।