বিএনপির ডাকা দশম দফা অবরোধের সমর্থনে রাজধানীর বাবুবাজার ব্রিজে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (৬ ডিসেম্বর) সকালে শাখা ছাত্রদল সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে বাবুবাজার ব্রিজে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা।
শাখা ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম বলেন, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার রক্ষা আইনের শাসন ও সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষার্থে আর একটি মুক্তিযুদ্ধ চলছে। এই যুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থেকে মহান যোদ্ধার ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের মুক্তির আন্দোলন সময়ের সঙ্গে সঙ্গে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। গণতন্ত্রকামী মানুষের নতুন ভোরের নতুন সূর্য সন্নিকটে।’
সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ‘এক দফা দাবি আদায় এবং অবৈধ তফসির বাতিল না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে অবস্থান করবে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটি নেতাকর্মীও ঘরে ফিরে যাবে না।’
এ সময় আরও ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ আলম সরদার, বিএম মিলাদ উদ্দিন ভূইঁয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সর্দার, জাফর আহমেদ, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, ইয়াকুব শেখ অনিক, দফতর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরান প্রমুখ।