ক্রেনের আঘাতে লাইনচ্যুত

উদ্ধার কাজ শেষ, ট্রেন চলাচল শুরু

রাজধানীর তেজগাঁওয়ে ক্রেনের ধাক্কায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার চার ঘণ্টার বেশি সময় পর উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে শিডিউল মিস হওয়া ট্রেনগুলো পর্যায়ক্রমে ছেড়ে যেতে কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, দুর্ঘটনার পরপরই আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। ট্রেনটি লাইন থেকে সরানোর পর রাত ৯টা ৩০ মিনিটে পুনরায় রেল যোগাযোগ শুরু হয়। তবে শিডিউল মিস হওয়া ট্রেনগুলো পর্যায়ক্রমে ছেড়ে যেতে কিছুটা বিলম্ব হতে পারে বলেও জানান মাসুদ।

এর আগে বিকালে দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এ ঘটনায়  ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

আরও পড়ুন:

ক্রেনের আঘাতে ট্রেন লাইনচ্যুত, রাজধানীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

কমলাপুরে যাত্রীদের ভোগান্তি