কামরাঙ্গীরচরে স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ

রাজধানীর কামরাঙ্গীরচরে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে  আত্মহত্যা করেছে। তার নাম মোছা. আফরিন (১৬)। সে আশ্রাবাদ হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী। শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

ওই ছাত্রীর বাবা মো. আব্দুর রউফ জানান, আফরিন রাতে তার মায়ের ওপর অভিমান করে সবার অগোচরে নিজ রুমের দরজা আটকিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

পরে সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খোদাই বাড়ি গ্রামের মো. আব্দুর রউফের মেয়ে আফরিন। তিনি নিউমার্কেটে কাপড়ের দোকানে সেলসম্যানের চাকরি করেন।

আফরিন বর্তমানে কামরাঙ্গীরচর ইমান আলী গলিতে পরিবারের সঙ্গে থাকতো।