বেঁচে থাকলে শেখ রাসেল শামিল হতেন বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ বিনির্মাণে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে নিয়ে লেখা 'আমাদের ছোট রাসেল সোনা' নামে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে৷

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর সিএমজেএফ অডিটোরিয়ামে বইটির মোড়ক উন্মোচন করা হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম রতন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন নোবেল বিজয়ী দার্শনিক বার্ট্রান্ড রাসেলের ভক্ত। তার বই তিনি পড়তেন। বার্ট্রান্ড রাসেল শুধু একজন দার্শনিকই ছিলেন না, বিজ্ঞানীও ছিলেন। তিনি ছিলেন পারমাণবিক যুদ্ধবিরোধী আন্দোলনের একজন বড় মাপের বিশ্বনেতাও। তার নামানুসারেই বঙ্গবন্ধু ও বঙ্গমাতার কনিষ্ঠ সন্তানের নাম রাখা হয় রাসেল। রাসেল বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৫৯ বছর। আমরা এখন কোয়ান্টাম কম্পিউটিং, তথ্যপ্রযুক্তি নিয়ে চিন্তা করছি। শেখ রাসেল বেঁচে থাকলে তিনিও হয়তো শামিল হতেন বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে।

এসময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এস এম বাদশা মিয়া, বইয়ের লেখক সামছুল আলম সাদ্দাম প্রমুখ।