মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া আসামির মৃত্যু

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি উকিল উদ্দিন শেখ (৭৭) মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘উকিল উদ্দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দি ছিল। গত ২১ ডিসেম্বর সে অসুস্থ হয়ে পড়ে। কারাকর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উকিল উদ্দিন শেখ বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার হামচাপুর গ্রামের মোসলিম উদ্দিনের ছেলে।