রাজধানীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কাফরুলের পূর্ব শেওড়াপাড়ার একটি বাসায় একা ইসলাম খান (২১) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

একা ইসলাম খানের চাচা মানিক খান বলেন, আমার ভাতিজি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে বসতো। আজ সন্ধ্যায় আমার দোকান থেকে বাসায় চলে যায়। পরে খবর পাই নিজ রুমে ফ্যানের সঙ্গে ফাঁস দেয়।

তিনি আরও বলেন, কী কারণে সে গলায় ফাঁসি দিয়েছে, এ বিষয়ে আমরা কিছুই জানি না।