রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি, হতে পারে আগামীকালও

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাজধানীর বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। কোথাও হালকা আবার কোথাও হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টা নাগাদ কিছু এলাকায় শুরু হয় ঝড়ো হাওয়া, এরপর আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়। পান্থপথ, জিগাতলা, নীলক্ষেত, পুরান ঢাকার সদরঘাট, বংশাল, কলতাবাজার, কাওরান বাজার, গুলিস্তানসহ বেশ কিছু এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

রবিবারের পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নেত্রকোনায় ১২ মিলিমিটার। এছাড়া ময়মনসিংহে ৪, দিনাজপুরে ৩ এবং শ্রীমঙ্গলে সামান্য বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।