কমার্স ব্যাংকের চার কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক চার কর্মকর্তাসহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চার্জশিটে অন্য যাকে অভিযুক্ত করা হয়েছে তিনি হলেন মেসার্স সুরুজ মিয়া স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সুরুজ মিয়া।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, চার্জশিটে যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন- মেসার্স সুরুজ মিয়া স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সুরুজ মিয়া, কমার্স ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মতিঝিল প্রিন্সিপাল শাখার সাবেক ব্যবস্থাপক আব্দুর রহিম, সাবেক সিনিয়র অফিসার মো. নুরুন্নবী, সাবেক ভাইস প্রেসিডেন্ট মো. ইদ্রিস আলী, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও অপরাধ প্রমাণিত না হওয়ায় কমার্স ব্যাংকের নয় কর্মকর্তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

২০২০ সালে ঋণ দেওয়াসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। দীর্ঘ তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক মো. রুহুল হক চার্জশিট দাখিলের জন্য কমিশনের অনুমোদন চান। ২০ মার্চ কমিশন থেকে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়।