স্মার্ট ট্যুরিজম গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ আমাদের পার্শ্ববর্তী দেশগুলো পর্যটন শিল্পে যথেষ্ট সমৃদ্ধ। নদী, সমুদ্র, পাহাড়, বন ও অপরূপ প্রকৃতির সমাহারে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেরও পর্যটন খাতে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। মুক্তবাজার অর্থনীতির এ যুগে মানসম্পন্ন সেবা, অনুকূল পরিবেশ ও সম্মিলিত প্রয়াসের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের মতো স্মার্ট ট্যুরিজম গড়ে তোলা হবে।

সোমবার (২৫ মার্চ) একটি হোটেলে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনটির নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, পর্যটন একটি বিরাট শিল্প। জিডিপিতে পর্যটন খাতের অবদান বৃদ্ধিতে আটাবকে আরও গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা রাখতে হবে।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ স্মার্ট ট্যুরিজমের অন্যতম উপাদান। এ লক্ষ্যে সরকার কাজ করছে, যার অন্যতম উদাহরণ হলো ট্যুরিস্ট পুলিশ প্রতিষ্ঠা করা। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে আটাব কীভাবে সহযোগিতা করা যায় এ বিষয়ে নতুন কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

অনুষ্ঠান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান যাত্রীসেবা নিশ্চত করতে আটাবকে আহ্বান জানান। তিনি বলেন, আমাদের সকল আয়োজন যাত্রীদের জন্য, পর্যটকদের জন্য।

আটাবের প্রেসিডেন্ট আবদুস সালাম আরেফ বলেন, দেশের পর্যটন, এভিয়েশন খাতের উন্নয়নের সকলের সঙ্গে হাত মিলিয়ে একসাথে কাজ করবে আটাব।

অনুষ্ঠান সঞ্চলনা করেন সংগঠনটির মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ। আরও উপস্থিত ছিলেন-ট্যুরিস্ট পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজিপি (ভারপ্রাপ্ত) মো. আবু কালাম সিদ্দিক ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের প্রমুখ।