গাজীপুরে ১৮ ছিনতাইকারী গ্রেফতার

গাজীপুর সদর এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন হোতাসহ ১৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১। বুধবার (৩ এপ্রিল) র‌্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানির একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে গাজীপুর সদর থানার পশ্চিম ভুরুলিয়া থেকে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলো– খাইরুল ইসলাম, মো. লিটন মিয়া, আল-আমিন, মো. নয়নসাগর, মো. শাহরিয়ার হক তন্ময়, মো. সজীব, সম্রাট সের নিয়াবাত, শিমুল হাসান, মো. কাহীন, মো. ইলিয়াছ, মো. মাসুদ খান, মো. আল মামুন, মো. সোহাগ মিয়া, মো. সাইদুল ইসলাম, মো. আলমগীর, মো. সুজন মিয়া, অমিত চন্দ্র দাস ও মো. মানিক।

মোস্তাক আহমেদ বলেন, ‘সম্প্রতি গাজীপুর এলাকায় ছিনতাইকারীর দৌরাত্ম্য বেড়েছে। এখানকার বাসিন্দারা যাতে ঈদের কেনাকাটা করে নির্বিঘ্নে স্বস্তিতে চলাচল করতে পারে সে লক্ষ্য ছিনতাইকারী, অজ্ঞানপার্টি এবং মলমপার্টি চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালায় র‌্যাব-১।’

তিনি বলেন, ‘গ্রেফতার ব্যক্তিদের গাজীপুর সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’