মদপানে কলেজশিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর ধানমন্ডিতে অতিরিক্ত মদপানে মাহী রাশিদ দীপ্ত (১৭) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা নিশ্চিত করে জানান, অতিরিক্ত অ্যালকোহল পানে পয়জনিংয়ের কারণে দীপ্তর মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া বলেন, ও লেভেল শিক্ষার্থীর অতিরিক্ত মদপানে মৃত্যু হয়েছে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

তবে শিক্ষার্থীর বাবা মামুনুর রশীদ জানান, দীপ্ত গভীর রাতে বাসায় ফিরেছিলেন। সকালে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সোয়া ৯টায় তার মৃত্যু হয়। ছেলের শ্বাসকষ্ট ছিল। হয়তো শ্বাসকষ্টের কারণে তার মৃত্যু হয়েছে।

মাহী রাশিদ দীপ্ত ব্রিটিশ কাউন্সিলের ও লেভেলের পরিক্ষার্থী ছিল। তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দোয়জপুরে। তার বাবা পিডব্লিউডির ঠিকাদারি করেন।