ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫

রাজধানীর মিরপুরের ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় সুজন (৯) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে।

সুজন চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৪ এপ্রিল)  দুপুর দুইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায়। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মৃত লিটন চৌধুরীর ছেলে সুজন। ভাসানটেকে পরিবারের সঙ্গে থাকতো সে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, সুজনের শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছিল।

একই ঘটনায় এর আগে তার নানি, মেহেরুন নেসা,  বাবা লিটন চৌধুরী, মা সূর্য বানু, বোন  লামিয়া মারা যান। বর্তমানে তার বড় বোন লিজা চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, লিজার অবস্থাও আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল রাতে মিরপুর ১৩ নম্বর ভাসানটেক এলাকায় মশার কয়েল ধরাতে গিয়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। একইসঙ্গে সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়।

ভাসানটেকের নতুন বাজার কালবাট রোডের ৪/১৩ এল নম্বর বাড়ির নিচ এ ঘটনাটি ঘটে।

দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে ১৩ এপ্রিল সকালে শেখ হাসিনার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরও পড়ুন:

ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ