বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ

রাজধানীর পুরান ঢাকায় বাবার সঙ্গে অভিমান করে ছাদ থেকে লাফিয়ে অর্পণ কর্মকার (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকালে পুরান ঢাকার কৈলাশ ঘোষ লেন কোতোয়ালি এলাকায় এ ঘটনা ঘটে।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ষোঘণা করেন।

অর্পণ কর্মকার বাংলাবাজার এলাকায় কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের বাবা দীপংকর কর্মকার জানান, সকালে অর্পণ তার বোনের সঙ্গে তর্কাতর্কি করে। পরে সে রুমে গিয়ে দরজা বন্ধ করে রাখে। দীর্ঘ সময় ঘরের ভেতরে থাকায় চাবি দিয়ে ঘরের দরজা খোলা হয়। এতে তিনি অর্পণকে বকাঝকা করেন। এতে সে দৌড়ে ছাদের দিকে চলে যায়। কিছুক্ষণ পরেই নিচে পড়ার শব্দ হয়। পরে সবাই নিচে গিয়ে দেখতে পান অর্পণ ছাদ থেকে নিচে লাফিয়ে পড়েছে।

সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকাল পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, অর্পণের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।

নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়। সে পুরান ঢাকার কৈলাশ ঘোষ লেন কোতোয়ালি পরিবারের সঙ্গে থাকতো। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে অর্পণ ছিল দ্বিতীয়।