কলাবাগানে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর কলাবাগান ভূতের গলির একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. মোফাজুল হক (৫০)। এ ঘটনায় মৃতের হেল্পার জুল হাসান (২২) নামে আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

সহকর্মী আব্দুল আহাদ বলেন, মোফাজুল পেশায় রাজমিস্ত্রি ছিলেন। আজ সকালে ভূতের গলি এলাকার ক্যালিক্স স্কুলের সামনে নয় তলা ভবনের চতুর্থ তলায় প্লাস্টারের কাজ করার জন্য মাচাংয়ে বাঁধার কাজ করছিলেন। সে সময় বাহিরের বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ডিএমপির কলাবাগান থানার উপ-পরিদর্শক এসআই আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত জুল হাসানকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মৃত মোফাজুল চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার ধুমিহায়াতপুর গ্রামের প্রয়াত মোয়াজ্জেম হোসেনের ছেলে। বর্তমানে ভূতের গলি এলাকায় ওই নির্মাণাধীন ভবনে থাকতেন।