বেরিয়ে এলেন ইডেনের শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মধ্যরাতে আরও গতি পেয়েছে। রাত ২টার দিকে ক্যাম্পাস থেকে দল বেঁধে বেরিয়ে এসেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। 

ক্যাম্পাস থেকে বেরিয়ে মিছিল নিয়ে তারা নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে গেছেন। এসময় তারা ‘ইডেন কলেজ আসছে, রাজপথ কাঁপছে’ বলে স্লোগান দিতে থাকেন।

মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ের দিকে যান ইডেনের শিক্ষার্থীরা

এদিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও সড়কে নেমে এসেছেন বলে খবর পাওয়া গেছে।