দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাই হওয়া ৪৮টি মোবাইল ফোনসহ চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য মো. কাউসারকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিটিটিসি জানায়, সোমবার রাতে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের এন্টি ইললিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ জনপদ এলাকায় কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে জনপদ মোড়ে সেন্টমার্টিন পরিবহন কাউন্টারের সামনে সন্দেহভাজন ইমরান ট্রাভেলসের একটি বাস শনাক্ত করা হয় এবং বাসে থাকা কাউসারকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগের মধ্যে থেকে ৪৮টি বিভিন্ন ব্র্র্যান্ডের মোবাইল উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউসারের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সিটিটিসি সূত্রে আরও জানা গেছে, গ্রেফতার কাউসার মোবাইল ফোন চোরাকারবারি চক্রের একজন সক্রিয় সদস্য। পলাতক নূর ইসলাম, শরীফ, নয়ন, সবুজ, সাইফুল, স্বপন, মামুন, বাবুল, সুমন ও জাহাঙ্গীরসহ আরও ২০/২২ জন অজ্ঞাতনামা সদস্যের একটি চক্র রয়েছে, যারা দেশের বিভিন্ন এলাকা থেকে পরিকল্পিতভাবে মোবাইল ফোন চুরি ও ছিনতাই করে। উদ্ধারকৃত চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোনগুলো বরগুনা, পটুয়াখালী ও বরিশাল থেকে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করার জন্য নিয়ে এসেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে কাউসার।