লালবাগে ফ্যানের সঙ্গে ঝুলছিল নারীর মরদেহ

রাজধানীর লালবাগ থানার শহীদনগর এলাকায় নিপা আক্তার বিলকিস (৩০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নিপা আক্তার বিলকিস লালবাগ শহীদনগরের পাঁচ নম্বর গলির একটি বাসায় স্বামীসহ ভাড়া থাকতেন। তার দেবর সজীব জানান, দুই মাস আগে ভালোবেসে তার বড় ভাই কাওসারের সঙ্গে নিপার বিয়ে হয়।

সজীব বলেন, আজ (সোমবার) দুপুরে আমি খাওয়া-দাওয়া করে কাজে চলে যাই। আমার মা বাসা-বাড়িতে কাজ করেন। তিনি বাসায় ফিরে দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে দেখেন, নিপা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। খবর পেয়ে আমি এসে দ্রুত ওড়না কেটে তাকে নিচে নামিয়ে ঢামেকে নিয়ে যাই। তবে আমাদের সঙ্গে তার কোনও ঝগড়া বা মনোমালিন্য হয়নি।

তিনি আরও জানান, নিপার এটি দ্বিতীয় বিয়ে ছিল। এর আগে তার একবার বিয়ে হয়েছিল, পরে তিনি কাওসারকে বিয়ে করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লালবাগ থেকে নিপা আক্তার বিলকিস নামের এক নারীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

লালবাগ থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটা আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।