রাজধানীতে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে রাম প্রসাদ সিং (৪০) নামে এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে। তিনি গাজীপুরের স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ান্স (বিডি) লিমিটেডের সহকারী প্রডাকশন ম্যানেজার ছিলেন।
রবিবার (২৩ মার্চ) তাকে অসুস্থ অবস্থায় বিকাল সোয়া ৩টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা একই গার্মেন্টসের সুইং ম্যানেজার মোস্তফা ভূইয়া ও শ্রমিক সংগঠনের রমজান আলী জানিয়েছেন, গত ১৮ মার্চ থেকে বকেয়া বেতন ও পাওয়ার দাবিতে চাকরিচ্যুত ওই গার্মেন্টেসের শ্রমিক কর্মচারিরা রাজধানীতে শ্রম ভবনের সামনে আন্দোলন করে আসছেন। সেখানে রাম প্রসাদ সিং অসুস্থ হয়ে পড়েন। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি।
ফেনী জেলার ফুলগাজী উপজেলার কার্তিক কুমার সিং এর ছেলে রাম প্রসাদ। তার ভোটার আইডিকার্ডে মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার ঠিকানা থাকলেও তিনি বর্তমানে থাকতেন গাজীপুর চৌরাস্তা এলাকায়।
মো. ফারুক বলেন, যতটুকু শুনেছি, ওই লোকটি স্টোক করে অসুস্থ হয়ে পড়ে, তাকে সেখান থেকে স্থানীয় ইসলামীয়া হাসপাতালে নিয়ে যায়। তারপর ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।