ঢাকা মেডিক্যালে কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. আমিনুল ইসলাম (৫৬) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) দিবাগত রাতে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষী মাহবুবুর রহমানসহ কয়েকজন কারারক্ষী ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তিনি কোন মামলায় কারাবন্দি ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

মৃত আমিনুল ইসলামের পিতার নাম আব্দুল করিম মাস্টার বলে জানা গেছে।