রাজধানীতে আইনশৃঙ্খলা বিনষ্টের উদ্দেশ্যে ঝটিকা মিছিলের অভিযোগে ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ‑সংগঠনের আরও ১৬ কর্মী ও সমর্থককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রবিবার (১৮ মে) বিকাল থেকে সোমবার (১৯ মে) সকাল পর্যন্ত গুলিস্তান, মতিঝিল, মিরপুর, যাত্রাবাড়ী ও মুগদা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (১৯ মে) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (১৮ মে) বিকাল সাড়ে ৪টায় গুলিস্তানে অভিযান চালিয়ে প্রথম দফায় ১১ জনকে আটক করে ডিবি ওয়ারি বিভাগ। ওই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মিরপুর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ ঢালীকে এবং রাত ৭টায় মতিঝিল থেকে পল্টন থানা যুবলীগের যুগ্ম সম্পাদক সুব্রত পালকে গ্রেফতার করা হয়।
রবিবার দিবাগত রাত ২টায় মিরপুরে তল্লাশির সময় সবুজবাগ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান এবং একই রাতে (১২টা ৩০ মিনিট) যাত্রাবাড়ী থেকে ৬২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ‑সাংগঠনিক সম্পাদক রাসেল ওরফে ‘পাংকু রাসেল’কে আটক করা হয়। পৃথক অভিযানে রাত ১১টা ৪০ মিনিটে মুগদা থেকে ‘ধানমন্ডি ৩২’ হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ও কোটালীপাড়া যুবলীগ নেতা পিন্টু মিত্রকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগ।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগের জাকির হোসেন বেপারী, বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান সোহাগ, বরগুনা যুবলীগের মিরাজ হোসেন, যাত্রাবাড়ী আওয়ামী লীগকর্মী শফিকুল ইসলাম, সুবাড্ডা ইউনিয়ন যুবলীগের আরিফ হোসেন, বরগুনা আওয়ামী লীগ কর্মী মহিউদ্দিন, বংশাল থানা ছাত্রলীগের ফয়সাল হোসেন, কদমতলী আওয়ামী লীগকর্মী আবু হোসেন, ঢাকা জেলা ছাত্রলীগ সমর্থক আর রহমান, কেরানীগঞ্জ ছাত্রলীগকর্মী জাহিদ হাসান, পল্টন আওয়ামী লীগকর্মী করিম, আব্দুল লতিফ ঢালী, সুব্রত পাল, মেহেদী হাসান, ‘পাংকু’ রাসেল ও পিন্টু মিত্র।
পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং ক্ষমতাসীন দলের অন্যান্য ইউনিটের পরিচয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল, ভাঙচুর ও আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় নাশকতা, জনমনে ভীতি ছড়ানো ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতক সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।