রাজধানীর তেজগাঁও পুনর্বাসন কেন্দ্রে পথশিশুর মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত একটি পুনর্বাসন কেন্দ্রে রহমতউল্লাহ (১২) নামে এক পথশিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে এ ঘটনা ঘটে।

শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল দশটায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, শিশুটির মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

পুনর্বাসন কেন্দ্রের আবাসিক সমাজ ও স্বাস্থ্যকর্মী সরজিত কুমার বিশ্বাস বলেন, রহমতউল্লাহকে দুই মাস আগে কমলাপুর স্টেশন এলাকা থেকে উদ্ধার করে পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছিল। তিনি জানান, মঙ্গলবার সকালে শিশুটি অসুস্থ বোধ করলে শ্বাসকষ্ট দেখা দেয়। কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

মৃত রহমতউল্লাহ মুগদার মান্ডা এলাকার রিকশাচালক মাসুম খানের ছেলে।