আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সাধারণ সভায় নতুন নির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী অ্যাডভোকেট জেড আই খান পান্নাকে চেয়ারপারসন এবং অ্যাডভোকেট ফাতেমা রশীদ হাসান সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। এছাড়া, কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার নাজিয়া কবির। অন্যান্য নির্বাচিত নির্বাহী পরিষদ সদস্যরা হলেন- বিচারপতি (অবসরপ্রাপ্ত) নিজামুল হক নাসিম, অ্যাডভোকেট তাহমিনা রহমান, ব্যারিস্টার হেলাল উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট রওশন জাহান পারভীন, মানবাধিকারকর্মী সানজিদা ইসলাম এবং মাবরুক মোহাম্মদ।
আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবিরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।