টিএসসির কোলাহলের পাশেই নিজ রিকশায় চিরনিদ্রায় চালক

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, যেখানে প্রতিদিন শিক্ষার্থীদের কোলাহলে মুখর থাকে টিএসসি চত্বর। সেই চিরচেনা প্রাণবন্ত পরিবেশেই মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় ঘটে এক হৃদয়বিদারক ঘটনা—নিজ রিকশায় শুয়ে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন এক অজ্ঞাতনামা রিকশাচালক।

ঘটনাস্থল ছিল টিএসসির ডাস ক্যাফেটেরিয়ার পাশের যাত্রী ছাউনির কাছে। প্রথমে পথচারীরা তাকে ঘুমন্ত ভেবে পাশ কাটিয়ে যান। কিন্তু দীর্ঘসময় ধরে অচলাবস্থায় থাকার পর এক পথচারী তার শরীরে হাত দিলে বুঝতে পারেন, তিনি আর বেঁচে নেই। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ ঘটনাস্থলে এসে ওই রিকশাচালকের নিথর দেহ উদ্ধার করে। রাত ৯টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর। তবে তার নাম-পরিচয় এখনও শনাক্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘আমাদের ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।’

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মিঠু ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী মানসুরা আলম একটি পোস্টে লেখেন, ‘প্রথমে সবাই ভেবেছিল রিকশাচালক ঘুমাচ্ছেন। পরে একজন পথচারী তার গায়ে হাত দিলে বোঝা যায়, তিনি আর জীবিত নেই।’ তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।