খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ে তানিশা আক্তার লাইজু (২১) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে খিলগাঁও তালতলা ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন এ তথ্য জানান।  

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা শাহাপাড়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে তানিশা। বর্তমানে খিলগাঁওয়ে পরিবারের সঙ্গে থাকতেন। তিনি তেজগাঁও কলেজের শিক্ষার্থী ছিলেন।

এসআই বলেন, অচেনত অবস্থায় উদ্ধার করে তানিশাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, তানিশা বিবাহিত ছিলেন। তার স্বামীর নাম ফয়সাল আহামেদ। তবে কী কারণে কেন তিনি আত্মহত্যা করেছেন, তা তৎক্ষাণিক জানতে পারেনি পরিবারের সদস্যরা।

তিনি বলেন, বিষয়টি তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।