ডেমরায় যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় হাত-পা বাঁধা ও গলায় ফাঁস নেওয়া অবস্থায় অজ্ঞাত এক (২৬) যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে ডেমরার আমুলিয়া মডেল টাউনের চায়না বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন সড়ক থেকে মরদেহটি উদ্ধার করে থানা-পুলিশ। নিহত যুবকের পরনে ছিল কালো গেঞ্জি ও জলপাই রঙের ট্রাউজার।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) দীপংকর কুমার দেবনাথ বলেন, মরদেহটি উপুড় হয়ে ছিল এবং হাত-পা পেছনে মোড়ানো অবস্থায় বাঁধা ছিল। গলায় কাপড়ের বেল্ট দিয়ে ফাঁস লাগানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কোনও একটা অজ্ঞাত স্থান থেকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।